আলোচিত বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে মাদক না ছাড়ায় তালাক দিয়েছেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ।
বৃহস্পতিবার (৪ মে) বিষয়টি নিশ্চিৎ করেছেন নোবেলের স্ত্রী সালসাবিল।
সালসাবিল বলেন, তালাকের চিঠি আগেই পাঠিয়েছিলাম। তালাক কার্যকর হতে তিনমাস সময় লাগে। কিন্তু চাইলে সেটাকে স্থগিত করা যায়। নোবেল পরিবর্তন হবে- এমন আশায় সেটাকে স্থগিত রেখেছিলাম।
কিন্তু আজ সকালে (বৃহস্পতিবার) সেটা কার্যকর করেছি। আমার পরিবারের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে অবশেষে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।