ঢাকা: আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বিশ্বকাপের আগে এই বিজয় গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ক্রিকেটে লড়াই করতে অনুপ্রেরণ যোগাবে এই বিজয়। তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন এক অদম্য শক্তি।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একই ভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।