ঢাকা, ১২ মে ২০২৪, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ভূয়া ইন্সুরেন্স কোম্পানি খুলে প্রতারণার, গ্রেফতার ১৫

অপরাধ |

(১ বছর আগে) ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ১০:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫৭ পূর্বাহ্ন

banglahour

‘‘জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি’’ নামে একটি ভূয়া ইন্সুরেন্স খুলে প্রতারনা, গ্রেফতার ১৫

ঢাকা:  ভূয়া ইন্সুরেন্স কোম্পানি খুলে প্রতারণার মাধ্যমে প্রায় দেড়কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারণা চক্রের ০৫ রিং লিডারসহ ১৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমান সামগ্রী উদ্ধার।

জানা যায় যে, ‘‘জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি’’ নামে একটি ভূয়া রেজিস্ট্রেশনবিহীন আর্থিক কোম্পানী ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যক্তিকে কোম্পানিতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৪ অক্টোবর ২০২২ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি অভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন শিমুলতলা সুপার মার্কেট সাভারস্থ ৫ তলা বিল্ডিং এর ৪র্থ তলায় অবস্থিত   “জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড” এ অভিযান পরিচালনা করে ০১ টি সিপিইউ, ০১ টি মনিটর, ০২ টি প্রিন্টার, ১৫ টি রেজিস্টার, ১৪ টি মোবাইল, ১৪ টি সীম কার্ড, ০৯ টি সীল, ৩০ টি ভিজিটিং কার্ড, ০৪ টি আইডি কার্ড, ০২ টি ব্যানার, ২৫০ টি বায়োডাটা ফরম, ২০০ টি লিফলেট, ০১ টি ক্যাশ ভাউচার এবং ০৮ টি আবেদন ফরম জব্দ করা হয়। প্রতারক চক্রের ০৫ জন রিং লিডারসহ প্রতারক চক্রের নিম্নোক্ত ১৫ জন’কে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃতরা হল:

(ক) মোঃ এরশাদ শেখ (৩১), জেলা-নড়াইল। 
(খ) মোঃ নাঈম শেখ (২৬), জেলা-নড়াইল।
(গ) মোঃ শহিদুল্লাহ (২৩), জেলা-সাতক্ষীরা।
(ঘ) মোঃ ইলিয়াস আহম্মেদ (২৫), জেলা-ভোলা।
(ঙ) মোঃ জামাল উদ্দিন (৫২), জেলা-কুষ্টিয়া।
(চ) মোঃ জিয়াউর রহমান (২৫), জেলা-খুলনা।
(ছ) মোঃ মহসিন কবির (৪২), জেলা-নরসিংদী।
(জ) মোঃ কামরুল শেখ (১৯), জেলা-গোপালগঞ্জ।
(ঝ) মোঃ আজিজুল ইসলাম (২০), জেলা-খুলনা।
(ঞ) হুমায়ূন শেখ (২১), জেলা-ফরিদপুর।
(ত) মোঃ রাহাত @ অনিক (১৯), জেলা-খুলনা।
(থ) মাওলানা মাইনুদ্দিন (২৩), জেলা-ভোলা।
(দ) মোঃ বারহাম মিয়া (২০), জেলা-মৌলভীবাজার।
(ধ) মোঃ হিজবুল্লাহ (১৯), জেলা-ভোলা।
(ণ) মোঃ চাঁন মিয়া (১৯), জেলা-ফরিদপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা এ ধরনের প্রতারনার কথা স্বীকার করে এবং চাকুরী প্রত্যাশী, বেকার, অসহায় ও নিরীহ লোকজনদের নিকট হতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান নগদ অর্থ প্রতারণামূলক ভাবে আত্মসাৎ করে আসছে। 
এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com