
কক্সবাজার: কক্সবাজারে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলার ৬৮ তম আসরে এবার যুগ্ন চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার বাঘা শরিফ ও কক্সবাজারের নুর মোহাম্মদ। এবারের খেলায় বেশ অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও গ্যালারিতে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। আয়োজকরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকাত পেলে গ্রামীণ এই ঐতিহ্যবাহি খেলা আগামীতে আরো বড় পরিসরে করা হবে।
টান টান উত্তেজনার মধ্যে দিয়ে টানা ৪০ মিনিটের শক্তির জোর আর কৌশলে কেউ কাউকে কুপোকাত করতে পারেনা। শেষমেশ খেলা পরিচালকদের সিন্ধান্ত অনুযায়ী যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরিফ ও কক্সবাজারের নুর মোহাম্মদ বলি।
শনিবার (২১মে) সন্ধ্যায় শেষ হওয়া দুই দিনের এই বলি খেলায় কানায় কানায় পূর্ণ ছিল কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। বানশি আর ঢাকের তালে বলীদের নাচে উল্লাসে মেতে উঠে গ্যালারির দর্শকরা। বলীদের লড়াইয়ে দর্শকের মাঝে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এদিকে বলী খেলার স্থান চারপাশ থেকে ঘিরে ধরা সহ নানা অব্যবস্থাপনার জন্য আয়োজকবৃন্দকে দায়ী করেন দর্শনার্থীদের অনেকে।
উল্লেখ্য, ১৯৫৬ সাল থেকে কক্সবাজার স্টেডিয়ামে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহি ডিসি সাহেবের বলীখেলা ও বৈশাখী মেলা। এবারের আসরে অংশ নেন প্রায় ৩ শত বলী।