
ফাইল ফটো।
ঢাকা: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
বুধবার (৩০মে) ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ধোলাইপাড়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপি এই নেতা বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক এমনি এমনি যায়নি। তাকে হটাতে হয়েছে। তাই এ সরকারকেও হটাতে গণঅভ্যুত্থানের কোন বিকল্প নেই।