
ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে বৃহস্পতিবার (১মে) সিইসির সাথে আলোচনা করেন জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ।
এ সময় তিনি নির্বাচনের পদ্ধতি, নির্বাচনকালীন রোডম্যাপ কী, সীমানা নির্ধারণ, নির্বাচনের দিন কীভাবে নির্বাচন ব্যবস্থা পরিচালনা করা হয়, নির্বাচনের সঙ্গে যুক্ত কারা এবং তারা কীভাবে কাজ করে এসব বিষয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চান।
জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে আমাদের রোডম্যাপ তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী, আমরা কর্মপরিকল্পনা গ্রহণ করছি এবং আমাদের প্রতিটি ধাপ নির্ধারিত তারিখ অনুযায়ী আগাচ্ছে।