ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

আহসান মঞ্জিল ও ধানমন্ডি এলাকায় অভিযান, দোকানপাট ও কাঁচাবাজার উচ্ছেদ

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১১ মাস আগে) ৭ জুন ২০২৩, বুধবার, ৯:৫৭ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: অবৈধ দোকানপাট ও কাঁচাবাজার উচ্ছেদে আহসান মঞ্জিলের সামনের সড়ক ও সংলগ্ন এলাকায় এবং ধানমন্ডি ৯/এ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)।

মঙ্গলবার (৬ জুন) দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানে আহসান মঞ্জিল সংলগ্ন সামনের রাস্তায় ২৫টি অবৈধ অস্থায়ী দোকান এবং ধানমন্ডি এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ১টি কাঁচাবাজার উচ্ছেদ করা হয়। এ সময় আহসান মঞ্জিল সংলগ্ন এলাকায় ৪টি মামলায় ১৫ হাজার ৫০০ টাকা এবং ধানমন্ডি ৯/এ এলাকায় ২টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আহসান মঞ্জিলে প্রবেশপথের মূল ফটকে ২৫/২৬টি অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা নির্মাণ করে সেখানে আগত দর্শনার্থীদের চলাচল বাধাগ্রস্ত করা হচ্ছিল। 

আজকে অভিযান পরিচালনার মাধ্যমে সেখানকার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও ধানমন্ডিতে অবৈধভাবে একটি কাঁচাবাজার প্রতিষ্ঠার মাধ্যমে সড়ক ও ফুটপাত দখল করে যান চলাচল ও জনগণের চলাফেরায় বাধা সৃষ্টি করা হচ্ছিল। সে কাঁচাবাজারও আমরা উচ্ছেদ করেছি।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com