ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ফ্রিল্যান্সারদের নতুন বাজার খোঁজার ওপর জোড় দিতে হবে

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(১০ মাস আগে) ২০ জুন ২০২৩, মঙ্গলবার, ৩:০৩ অপরাহ্ন

banglahour

ঢাকা: লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে ফ্রিল্যান্সিং আইডিয়া শেয়ারিং কর্মশালা সোমবার (২০জুন) আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)’র অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি সচিব বলেন কৃত্রিমবুদ্ধি মত্তার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে আগামীতে ফ্রিল্যান্সার পেশায় টিকে থাকা সম্ভব হবে না। এছাড়া তাদেরকে এআই, এআর, ভিআরসহ আগামীর প্রযুক্তির বিষয়েও জ্ঞান আহরন করতে হবে। ফ্রিল্যান্সারদের নতুন বাজার খোঁজার ওপর জোড় দিতে হবে। তিনি দেশের সাইবার জগতের নিরাপত্তায় ইথিক্যাল হ্যাকার তৈরির করার ওপর গুরুত্বারোপ করেন।

আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, যুগ্ম সচিব আতাউর রহমান, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মোঃ কামরুজ্জামান, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক হুমায়ুন কবির বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২০১৪ সালে শুরু হওয়া লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প শেষ হবে আগামী ডিসেম্বর মাসে। এই প্রকল্পে এরই মধ্যে দেশের ৬৪ জেলা থেকে প্রশিক্ষণ নিয়েছে ৪০ হাজার জন। এর মাধ্যমে প্রশিক্ষণকারীদের ৮০ শতাংশই ঘুচেছে নিজেদের বেকারত্ব। প্রকল্প সফলতার ধারাবাহিকতায় লার্নিং, আর্নিং অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ দ্বিতীয় পর্যায়ে একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।  

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com