
ঢাকা: ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার আইনের মামলায় ১৪ বছরের কারাদণ্ডের আদেশ এবং অপর তিন আসামির সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত এই রায় ঘোষণা করেন।
বুধবার (২১জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. মঞ্জুরুল ইমামের আদালত এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মামলায় অন্য আসামীরা হলেন ভাই মাহবুবুর রহমান, ভাগ্নে মাহমুদুল হাসান ও স্ত্রী পলাতক সোহেলিয়া আনার রত্না।