এখানে মধূমতির জল জোৎস্নার জলোচ্ছ্বাস।
হিজল তমাল পিয়াল তরুর ফুলেল কাব্য বার মাস।
উর্বর পলি মৃত্তিকার সোনালী আঁশের গন্ধে কৃষাণ কৃষাণী,
সবুজ চায়ের ঘ্রাণময় শ্রাবণে নীলপদ্মের অপরুপ সূধা পান করে।
শ্রাবণ তটিনীর জল তরঙ্গে দুলে ওঠে জলে ভাষা গান।
জল তরঙ্গের বিপ্লব বিদ্রোহ শঙ্খ নীল কারাগার।
এখানে রাজ আসে শাসন আসে স্বৈরস্নাত আসে!
পদচিহ্ন আঁকে জলের বাঁকে বাঁকে ভূলন্ঠিত পূর্ণিমার জোৎস্নালোক।
অমাবস্যার দীঘল যামিনী আঁধারের বাঁধে আগুন জ্বালে!
গনতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদের বীর্য রোচে।
অমাবস্যার অন্ধ তিথির তিমির গহবরে মুক্তির সোপান তলে।
আর্য অনার্য দ্রাবিড়ের সীমা লঙ্ঘে জাত শঙ্কর খোঁজে বাঙালি প্রাণে।
বঙ্গোপসাগর থেকে সাগর জল জোৎস্নাস্নাত রুপোলী যামিনী আসে।
নক্ষত্র শোভিত জোৎস্নালোক বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে।
নব জাগরণের নব পথিক জন্ম যদি হয় বঙ্গে।
এসো তবে পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের হৃদয় জুড়ে।