শুক্রবার গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল।
শুক্রবার (৭জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মাশরাফি। সেখান থেকে বেরিয়ে জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। কারণ তার পক্ষে প্রধানমন্ত্রীকে না বলা সম্ভব নয়।
‘আমি সবাইকে না বলতে পারি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে না। মাশরাফি ভাই আমাকে এখানে এনেছেন, পাপন ভাইও আমার সঙ্গে বৈঠকে ছিলেন," গণভবন থেকে বের হয়ে তামিম সাংবাদিকদের এ কথা বলেন।