
ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারের ওপর বিদেশি কোনো চাপ। আমাদের ওপর কোনো প্রেসার নেই। অন্যের পিড়াপিড়িতে নয়, বরং নিজেদের তাগিদেই আমরা ভালো নির্বাচন করতে চাই।
শনিবার (৮জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাব টকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতে সংলাপ করে কোনো লাভ হয়নি। তবে ভালো প্রস্তাব হলে আলোচনা হতে পারে। বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই সব দল ইলেকশনে আসবেন। অবশ্য যারা আসবেন না, সেটা তাদের ব্যাপার।