
ফাইল ফটো।
ঢাকা: অন্য দেশের উন্নয়ন মডেল এ দেশে কার্যকর হবে না উল্লেখ করে, দেশের বাস্তবতার নিরিখে উন্নয়ন পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের অর্থে অর্জিত উচ্চ শিক্ষা এবং জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোরও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সুশাসন, জনকল্যাণ ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বেসরকারি ব্যক্তিবর্গকে উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভার্নেন্স ইনোভেশন ইউনিট। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ নিয়ে ৯৮ জন পিএইচডি ও ২৯৩ জন মাস্টার্স ডিগ্রি অর্জন করে অবদান রাখছেন স্ব স্ব ক্ষেত্রে।
এ বছর ১০ জনকে পিএইচডি ও ৩৮ জনকে মাস্টার্স ডিগ্রি অর্জনে প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৩-২৪ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনগণের অর্থে অর্জিত জ্ঞান জনগণের কল্যানেই কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ১৪ বছরে বদলে যাওয়া বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ-তাই দেশের কল্যাণেই নিজের দেশকে জানার এবং অনুভব করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি অভিযোগ করেন, দেশের উন্নয়নে গণমূখী সব কাজই বিএনপি সরকার বন্ধ করে দিয়েছিলো। ভোটের অধিকার যার যার হলেও সরকারের দায়িত্ব সেবা প্রদান বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।