ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

জনগণের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় পিছিয়ে পড়া দেশগুলোকে অন্তর্ভুক্ত করার আহবান

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(১০ মাস আগে) ১১ জুলাই ২০২৩, মঙ্গলবার, ১:১৮ অপরাহ্ন

banglahour

ফাইল ফটো।

ঢাকা: জনগণের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় পিছিয়ে পড়া দেশগুলোকে অন্তর্ভুক্ত করার আহবান জানিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানজনক প্রত্যাবাসনকে রোহিঙ্গা সংক্রান্ত মানবিক সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেন তিনি। ঢাকায় অনুষ্ঠিত জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে দিয়েছেন ৫ দফা প্রস্তাবনা।

বছরভর সংক্রামক ব্যাধি, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটসহ বহুমুখী বিপত্তির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য নিরাপত্তা। সবশেষ বিশ্ব মহামারি কোভিড উনিশও ভীত নাড়িয়েছে গোটা বিশ্বের। জনস্বাস্থ্য নিরাপত্তা হয়ে উঠেছে আন্তর্জাতিক ইস্যু। (যদিও সরকারের সময়োপযোগী কার্যক্রমে ৮২ শতাংশ মানুষ স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সক্ষম হয়েছে। ঘুরে দাঁড়িয়েছে স্বাস্থ্যখাত। শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাসের পাশাপাশি অসংক্রামক রোগ প্রতিরোধে গতি পেয়েছে গবেষণা কার্যক্রমে।) 

এমন বাস্তবতায় ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দু'দিন ব্যাপী জনস্বাস্থ্য ও কূটনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ সম্মেলনে অংশ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।  

রাজধানীর সোনারগাঁও হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সকলের সুরক্ষা নিশ্চিতে বৈশ্বিক অংশীদারিত্ব প্রতিষ্ঠার আহবান জানান তিনি। 

বাংলাদেশ অবস্থানরত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। ৫ দফা প্রস্তাবনায় অসংক্রামক রোগ প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। জরুরি স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহবান জানান। মা ও শিশু স্বাস্থ্যকে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের মাপকাঠি হিসেবে বিবেচনার তাগিদ দেন প্রধানমন্ত্রী। 

জাতীয় থেকে আরও পড়ুন

banglahour
উপজেলা নির্বাচন অংশগ্রহণ
৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দিল বিএনপি

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com