ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

নদী ভাঙনে নিঃস্ব শত শত পরিবারের মানববন্ধন

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২০ জুলাই ২০২৩, বৃহস্পতিবার, ১১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৫ পূর্বাহ্ন

banglahour

বরিশাল:  অব্যাহত নদী ভাঙনে নিঃস্ব হয়েছেন বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার শত শত পরিবার। এর মধ্যে ১০নং শ্রীপুর ইউনিয়নের বসবাসের শেষ আশ্রয়টুকু হারিয়ে এখন তারা পুরো অসহায়। ভাঙন কবলিত এলাকার লোকজন কোনো আর্থিত সহায়তা কিংবা দয়া চান না। সরকারের কাছে তাদের দাবি বসতভিটা রক্ষায় যেন নেয়া হয় কার্যকরী পদক্ষেপ। 

ভাঙ্গন রোধে সরকারের দৃষ্টি আকর্ষনে বুধবার (১৯ জুলাই) নদীর পাড়ে মানববন্ধন করেছে সহায় সম্বল হারা শ্রীপুর ইউনিয়নের হাজারো মানুষ। 

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর ভাঙন শুরু হলেই এমপি থেকে শুরু করে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন দফতর থেকে কর্মকর্তারা এসে পরিদর্শন করে আশ্বাস দিয়ে ফিরে যান। কাজের কাজ কিছুই হয় না। বছরের পর বছর ভাঙনে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, মসজিদ, মাদরাসা এবং ফসলি জমি বিলীন হয়েছে। এতে করে ভাঙনকবলিত পরিবারের সন্তানরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। তাদের দাবি নদীতে বালুর বস্তা নয় ব্লকের মাধ্যমে যেন নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হয়।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, এলাকাবাসীর আবেদন পেয়েছি, মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়ন রক্ষায় সংশ্লিষ্ট দফতরকে অবহিতকরণসহ নদী ভাঙন রোধে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
 

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com