
ঢাকা: বিএনপি ও জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না। তবে অতীতের মতো কোনো ধ্বংস ও সন্ত্রাস করতে গেলে ধরে ধরে কঠোর সাজা নিশ্চিত করতে হবে। সন্ত্রাসী বিএনপি-জামায়াতের বিষয়ে দেশের জনগণকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে।
বৃহস্পতিবার (২০ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ এবং বিদ্যমান রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর শীর্ষক প্রকল্পের আওতায় নব-নির্মিত ৭২ কিলোমিটার ট্রেন লাইনের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। এই দলটির কাজই হচ্ছে ধ্বংস করা।