
মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ ঘটিকায় মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার কোলা ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে নন্দনকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে, উক্ত খেলায় নন্দন কোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।
অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও থরিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়, এ খেলায় ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোলা ইউনিয়নের চেয়ারম্যান, এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুস্তাফিজুর রহমান রিফাত সহকারী পুলিশ সুপার সিরাজদিখান মুন্সিগঞ্জ। এছাড়াও ইউনিয়ন পরিষদের মেম্বার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।