
বরিশাল: বরিশাল নগরে দৈনিক সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক এম আর শুভকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৪ জুলাই) দিবাগত গভীর রাতে বরিশাল নগরের রুপাতলী উকিলবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক এম আর শুভ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উকিলবাড়ি সড়কের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে।
এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন সাংবাদিক শুভ। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।