
বরিশাল: মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলনের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক জনাব সাহাব আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মাহেব হোসেন, কাজির হাট থানা আওয়ামী লীগের উপদেষ্টা মেজর আবঃ মহসিন, চরএকরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আঃ মকিম তালুকদার, উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম জামাল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ জব্বার কানন সহ কৃষকলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগে আহবায়ক কাউন্সিল আঃ মোতালেব জাহাঙ্গীর, সঞ্চালনায় যুগ্ম আহবায়ক ফিরোজ গোলদার ও জুলহাস মুন্সি ।
এসময় উপস্থিত ছিলেন মেহেন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক , কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অসংখ্য নেতৃবৃন্দ।