
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় কুকুটিয়া ইউনিয়নে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়ে পাচলদিয়া নাইট রাইডার্স (শ্রীনগর) ২২৯ রান করে নির্ধারিত ১৬ ওভার শেষে, পাচলদিয়া নাইট রাইডার্স (শ্রীনগর) এর শাহারিয়ার কমল ১০৪ রানের একটি বিশাল ইনিংস খেলে আউট হয়ে যান।
২৩০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে সেগুনবাগিচা মহান স্পোর্টিং ক্লাব ঢাকা,প্রথমেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় নির্ধারিত ১৬ ওভার ১৩৯রান করে অলআউট হয়ে যায়। ৮৬ রানের বিশাল জয় পায় পাচলদিয়া নাইট রাইডার্স।
অফ দা ম্যাচ হয় পাচলদিয়া নাইট রাইডার্স এর নির্ভরযোগ্য ব্যাটসম্যান শাহারিয়ার কমল,বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন হাজী মোহাম্মদ রুহুল আমিন, হাজী মোহাম্মদ ইউসুফ আহমেদ ফিরোজ, আমজাদ হোসেন মিঠু, হাজীমোহাম্মদ আকরাম মোল্লা, হাজী মোহাম্মদ আমির হোসেন, হাজী মোহাম্মদ জাকির হোসেন, হাজী মোহাম্মদ ফারুক হোসেন ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।