
ঢাকা: প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি'র) মহাপরিচালক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ড. জাফর ওয়াজেদ বলেছেন, বাংলাদেশে গণমাধ্যমের সংখ্যা বাড়লেও গুণগতমান বাড়েনি।
আর এ কারণেই গুণী সাংবাদিক তৈরি হচ্ছে না দেশে। প্রশিক্ষণের অভাব বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
একুশে পদক প্রাপ্ত এই সাংবাদিক গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, সুন্দর রিপোর্ট করার জন্য সাংবাদিকদের জ্ঞানগত দক্ষতা বাড়াতে হবে।
পিআইবি'র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক মাস্টার্স ক্লাসের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পিআইবি এই মাস্টার্স প্রোগ্রাম চালু করেছে। আজ ৩য় ব্যাচের ক্লাস শুরু হলো।
শুক্রবার (৪ আগস্ট) পিআইবিতে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পিআইবির পরিচালক (প্রশাসন) জাকির হোসেনসহ আরো অনেকে।
জাফর ওয়াজেদ তার বক্তব্যে আরও বলেন, গণমাধ্যমে মাঠের সাংবাদিকরা বার্তা সম্পাদক হচ্ছে না। এজন্য সংবাদ সম্পাদনা সুন্দর হচ্ছে না। ডেক্স থেকে বার্তা সম্পাদক হলে এ সমস্যার সমাধান হবে না।
ভালো নিউজ লিখতে হলে সাংবাদিকদের শব্দ ভান্ডার বাড়াতে হবে। বই পড়তে হবে, প্রশিক্ষণ নিতে হবে।