
এটা এখন সবাই বলছেন যে, ফেসবুক গুজবের একটি বড় জায়গায় পরিণত হয়েছে । আর সত্য ঘটনার চেয়ে গুজবই যেন ফেসবুকে ভাইরাল হয় বেশি। এই গুজবকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক অঘটনও ঘটছে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এখন অনেকটাই শক্তিশালী গণমাধ্যম। মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি অনেকেই করছেন এর অপব্যবহার। তাই ভুয়া তথ্য গুজব প্রতিরোধে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে ফেসবুকে ’সাম্প্রদায়িতকতা, বিদ্বেষ ও সহিংসতা’ ছড়ানো কন্টেন্ট ঠেকাবে সোশাল মিডিয়া কোম্পানি 'মেটা'। ফেসবুকের তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন।
ফেসবুক কর্তৃপক্ষের আগ্রহেই এ সভা হয়েছে জানিয়ে ইসির অতিরিক্ত সচিব আরো বলেন, আমাদের কাছে যেটা নেগেটিভ মনে হবে, আমরা তাদেরকে জানাব; তারা সেটাকে রিমুভ করে দেবে। মূলত এই ছিল মিটিংয়ের বিষয়।
তার মানে নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন কোন কন্টেন্ট যদি আপনি ফেসবুকে প্রচার করেন ফেসবুক কর্তৃপক্ষ সাথে সাথেই তা রিমুভ করে ফেলবে। ভোটের কয়েক মাস আগে থেকে ২৪ ঘণ্টা একটি টিম ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে গুজব ও অপপ্রচার রোধে কাজ করবে।