ফেনী: ফেনীর মুহুরি নদীতে তিনটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। পানি ঢুকছে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও লোকালয়ে। অতি বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিবছর ফেনীর সীমান্তবর্তী উপজেলা ফুলগাজী ও পরশুরামে নদী ভাঙ্গনের শিকার হন স্থানীয় জনগণ। টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় নষ্ট হয় ফসলের মাঠ, মাছের ঘের, রাস্তাঘাট পুল-কালভার্ট ও বসত ঘর। এতে মানুষ অবর্ণনীয় দুঃখ-কষ্টের শিকার হন। পানি উন্নয়ন বোর্ড বলছে, টেকসই বাঁধ নির্মাণের জন্য শিগগিরই প্রকল্পের কাজ শুরু হবে।
বিগত ৩-৪ দিনের দিনের টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ০৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি ও পাহাড়ী ঢলের ফলে ফুলগাজীর ১০ টি ও পরশুরামের ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতির সমুক্ষীণ হচ্ছে নদী তীরবরাতী ১২ হাজারের বেশী মানুষ।
বন্যা দূর্গতদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড বলছে বানের পানি কমলে বাঁধ মেরামতের কাজে হাত দিতে পারবেন তারা। কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্থ হচ্ছ ধান, ফসলী জমি।