ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ফেনী মুহুরী নদীর তিন স্থানে বাঁধ ভেঙ্গে ১৫ গ্রাম প্লাবিত

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৮ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ২:৪৯ অপরাহ্ন

banglahour

ফেনী: ফেনীর মুহুরি নদীতে তিনটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। পানি ঢুকছে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও লোকালয়ে। অতি বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিবছর ফেনীর সীমান্তবর্তী উপজেলা ফুলগাজী ও পরশুরামে নদী ভাঙ্গনের শিকার হন স্থানীয় জনগণ। টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় নষ্ট হয় ফসলের মাঠ, মাছের ঘের, রাস্তাঘাট পুল-কালভার্ট ও বসত ঘর। এতে মানুষ অবর্ণনীয় দুঃখ-কষ্টের শিকার হন। পানি উন্নয়ন বোর্ড বলছে, টেকসই বাঁধ নির্মাণের জন্য শিগগিরই প্রকল্পের কাজ শুরু হবে।

বিগত ৩-৪ দিনের দিনের টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ০৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি ও পাহাড়ী ঢলের ফলে ফুলগাজীর ১০ টি ও পরশুরামের ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতির সমুক্ষীণ হচ্ছে নদী তীরবরাতী ১২ হাজারের বেশী মানুষ।

বন্যা দূর্গতদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড বলছে বানের পানি কমলে বাঁধ মেরামতের কাজে হাত দিতে পারবেন তারা। কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্থ হচ্ছ ধান, ফসলী জমি।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com