
ঢাকা: তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ গত ৩১ জুলাই কোম্পানীর নরসিংদী শাখার বীমা গ্রাহক মেসার্স জমজম স্পিনিং এন্ড টেক্সটাইল মিলস লিঃ এর অগ্নি বীমা দাবীর ৬,৯১,৭৩,৫২২/- (ছয় কোটি একানব্বই লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত বাইশ) টাকার চেক হস্তান্তর করেন।
মেসার্স জমজম স্পিনিং এন্ড টেক্সটাইল মিলস লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোঃ কামরুল হাছান উক্ত চেক গ্রহন করেন।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে মেসার্স আমানত শাহ গ্রুপ এর চেয়ারম্যান আলহাজ্ব হেলাল মিয়া, পরিচালক জনাব রিজোয়ান কবির, প্রধান উপদেষ্টা জনাব মোঃ নুরুল ইসলাম, উপদেষ্টা মেজর জেনারেল (অব:) আবুল খায়ের, কোম্পানীর ডিএমডি (দাবী ও পূন:বীমা) জনাব মোহাম্মদ সেলিম এবং মেসার্স জমজম স্পিনিং এন্ড টেক্সটাইল মিলস লিঃএর সিএফও জনাব মোঃ ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন।