
বাগেরহাট: গত তিনদিনের ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে উপকূলীয় জেলা বাগেরহাটে ভেসে গেছে ৫ হাজার চিংড়ি ঘের। জেলার চিংড়ি চাষীদের ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছে জেলা মৎস্য বিভাগ।
নেট-পাটা দিয়েও শেষ রক্ষা হয়নি কারও। এমন অবস্থায় সব হারিয়ে পথে বসে গেছে অনেক চিংড়ি চাষি। জেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রামপাল উপজেলার চাষিরা। এ উপজেলায় ভেসে গেছে ১ হাজার ৫৪০টি চিংড়ি ঘের। সব মিলিয়ে জেলার ৩ হাজার ৮২৫ একর জমিতে থাকা চিংড়ি ঘের ও সাদা মাছের পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে সকাল থেকে বৃষ্টি না থাকায় জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের পানি নামতে শুরু কললেও এখনও পানিবন্দী আছে জেলার কয়েক হাজার পরিবার। পানিবন্দী এসব এলাকার মানুষ তীব্র ক্ষোভ ও অষন্তোস প্রকাশ করেছেন।