
ফাইল ফটো
বান্দরবান: টানা ৮দিন বৃষ্টির পর মঙ্গলবার রাত থেকে বৃষ্টি কিছুটা কমে আসলে পানি নেমে গেছে। ৮দিন পর পানি নেমে যাওয়ায় সবাই বাড়িতে ফিরতে শুরু করেছে। পরিস্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত হয়ে পড়ছেন তারা। এদিকে এখনো বন্ধ রয়েছে বিদ্যুৎ, নেটওয়ার্ক, ইন্টারনেট সেবা ও বিশুদ্ধ পানি সরবরাহ।
গত (২আগষ্ট) রাত থেকে শুরু হয় টানা বর্ষণ। লাগাতার ৮দিনের টানা বর্ষণের ফলে ডুবে যায় বান্দরবানের প্রধান বাজার, ডিসির বাসভবন, এসপি অফিস, বাসভবন, এলজিইডি অফিস, নির্বাচন অফিস, জর্জ কোর্টসহ মেম্বার পাড়া, আর্মি পাড়া, হাফেজ ঘোনা, ইসলামপুর, কালাঘাটা, বালাঘাটাসহ শহরের প্রায় ৮০শতাংশ বাড়িঘর।
অবশেষে ৮দিন পর মঙ্গলবার রাত থেকে বৃষ্টি কিছুটা কমতে থাকে। এতে ধীরে ধীরে নেমে যায় নিচু এলাকার পানি। এবারের বন্যা অতীতের সকল বন্যাকে হার মানিয়েছে।