
ঢাকা: গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সার্বজনীন পেনশন স্কিম এর উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি গোপালগঞ্জ জেলা, রংপুর জেলা, বাগেরহাট জেলার সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এটি উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা শোকের মাসে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেহেশত থেকে খুশি হবেন। আমরা এ দেশের মানুষকে সুন্দর ও উন্নত জীবন দেওয়ার চেষ্টা করছি, যার জন্য তিনি তার সারা জীবন উৎসর্গ করেছিলেন।