ঢাকা: ওটিটিতে কাজ করবেন না বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। তিনি বলেন, ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। অশ্লীলতাও থাকে।
সম্প্রতি এমটি মিডিয়ার সাথে সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পূর্ণিমা বলেন, ওটিটিতে প্রস্তাব নিয়মিতই পাচ্ছি কিন্তু করছি না। কারণ আমার মনে হয় ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার ওই দুঃসময়টাতেই নিজেকে যখন অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটি তো প্রশ্নই আসে না।