
ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে টিকা এখনও সহজলভ্য না। এবং এই টিকা নিয়ে বিতর্ক থাকায় এখনো প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।
রবিবার (২০ আগষ্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে ‘ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা ও প্রতিরোধ, আমাদের দায়িত্ব ও করণীয়’ নিয়ে এক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, সরকার থেকে এখনও ডেঙ্গুর কোনো টিকার অনুমোদন দেওয়া হয়নি। তাই এ মুহূর্তে ডেঙ্গুর কোন ভ্যাকসিন দেয়া যাবে না।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ট্রায়াল চলছে জানিয়ে তিনি বলেন, ‘সংস্থাটি অনুমোদন দিলে তারপর টিকা দেয়া হবে।