
ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার প্রশ্ন- কার শেখানো বুলি আপনারা বলেন? আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও ব্যক্তির প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
সোমবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধানমন্ত্রী একথা বলেন ।
তিনি বলেন, যারা ১৫ আগস্ট ও ২১ আগস্ট এর ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটালো। জাতির পিতাসহ আমার মা, ভাই, স্বজন সবাইকে হত্যা করল। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করল। তখন আমাদের মানবাধিকার কোথায় ছিল? আর এখন আপনারা মানবাধিকার নিয়ে কথা বলেন। কার শিখানো বুলি আপনারা বলেন? সেই বিএনপি ও জামায়াতের? যারা আমাকে হত্যা করতে চেয়েছিল?
স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।