ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

স্টকহোম সুইডেন এ ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ৫:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: বাংলাদেশ দূতাবাস, স্টকহোম  সুইডেন এ  ই -পাসপোর্ট কার্যক্রম এর শুভ উদ্বোধন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার ২৪ আগষ্ট বাংলাদেশের বত্রিশতম বৈদেশিক মিশন হিসেবে বাংলাদেশ দূতাবাস, স্টকহোম সুইডেন এ  ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

উদ্বোধনের সময় বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত সভায় প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মাননীয় মন্ত্রী বলেন, 'মাননীয় প্রধামন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক ২০২০ সালে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট প্রবর্তন করেন। ২২ জানুয়ারি, ২০২০ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্তমান বিশ্বের সর্বাধুনিক ই- পাসপোর্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করে বলেন, "ই-পাসপোর্ট বাংলাদেশের জনগণের জন্য মুজিববর্ষের উপহার।"

'বাংলাদেশে ই পাসপোর্ট প্রদান সেবা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের ফসল। বাংলাদেশ আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। চাহিদা ও উন্নত দেশের সাথে তাল মিলিয়ে জাতীয় অবস্থান, মর্যাদা সুসংহত করার লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বাংলাদেশ ই-পাসপোর্ট প্রবর্তন ও চালুর উদ্যোগ গ্রহণ করে। ইতোমধ্যে বাংলাদেশের সকল পাসপোর্ট অফিস থেকে ই- পাসপোর্ট প্রদান করা হচ্ছে। বিমানবন্দরে ই-গেইট স্থাপন করা হয়েছে যা দক্ষিণ এশিয়ায় প্রথম এমনকি উন্নত দেশগুলির স্বল্পসংখ্যক দেশে স্থাপিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা শিগগিরই ই- ভিসা কার্যক্রমও শুরু করতে পারবো।’

মাননীয় মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশী প্রবাসীরা বিদেশে অবস্থান করে দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং বিদেশে বাংলাদেশের প্রতিনিধি হয়ে কাজ করে যাচ্ছেন। প্রবাসীরা যাতে যথাসময়ে সময়োপযী সেবা পান সেজন্য সরকার সবসময় সচেষ্ট। তারই ধারাবাহিকতায় বৈদেশিক মিশনগুলোতে ই পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন হচ্ছে।’

মাননীয় মন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, 'বতর্মানে দেশের ৬৪ টি জেলার ৭২টি অফিস থেকে ই-পাসপোর্ট দেয়া হচ্ছে। আজকে ৩২ তম বৈদেশিক মিশন হিসেবে সুইডেন এ  ই-পাসপোর্ট সেবা প্রদান চালু হয়েছে। এ পর্যন্ত ৯৮ লক্ষ ৩২ হাজার ই পাসপোর্ট  জনগণের হাতে তুলে দেয়া হয়েছে। শিগগিরই দেশের ৮০ টি মিশনে এর কার্যকারিতা শুরু হবে।'

অনুষ্ঠানে সুইডেন এ  নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত; সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব, ই- পাসপোর্ট প্রকল্পের ডেপুটি ডাইরেক্টর এবং সুইডেনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বেশ কয়েকজন সদস্য বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মেহ্দী হাসান, বাংলাদেশ দূতাবাস বসুইডেনের মান‍্যবর রাষ্ট্রদূত; উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ সাহানারা খাতুন; সুইডেনে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিকালে মাননীয় মন্ত্রী সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত ১৮ ই আগষ্ট, ২০২৩ তারিখ বেলজিয়ামের ব্রাসেলস দূতাবাসে ৩১ তম বৈদেশিক মিশন হিসেবে ই-পাসপোর্ট কার্যক্রম এর উদ্বোধন করেন। 

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com