
খাগড়াছড়িতে গুমের শিকার ব্যক্তিদের স্বরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মৌন মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠন।
বুধবার বেলা সাড়ে ১১টায় সাবেক এমপি ওয়াদুদ ভূঁয়ার বাসভবন এলাকা কলাবাগান থেকে একটি র্যালি বের হয়ে শহরে প্রধান সড়ক হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে প্রদক্ষিণ করে আবর উৎসস্থলে গিয়ে র্যালিটি শেষ হয়।
র্যালিতে মুখে কালো কাপড় পরিধান করে হাতে কালো পতাকা নিয়ে নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন। গুমের শিকার ব্যক্তিদের স্বরণে কোনো প্রকার আলোচনা সভা এবং মিছিল স্লোগান না করেই র্যালি শেষ করে নেতাকর্মীগণ।
এসময় খাগড়ািছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এবং সিনিয়র নেতৃবৃন্দ সহ হাজারো নেতাকর্মীগণ র্যালিতে অংশনেন।