
আন্দোলনে ভাটা পড়ায় ড. ইউনুসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে বিএনপি। সচিবালয়ে শোক দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিচার বন্ধের বিবৃতিতে সুষ্ঠু নির্বাচনের কথা বলা নির্বাচন ভণ্ডুলের নতুন পরিকল্পনা বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার সচিবালয় চত্বরে জাতার শোক।দবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, শ্রমিকদের অর্থ আত্মসাতকারী নোবলজয়ী হলেও বিচার থেকে পার পাবেননা।
ড. ইউনুসকে নিয়ে আবারো ওয়ান ইলেভেন করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের পাশে না থেকে বিবৃতি রাজনীতি হবেনা।