ঢাকা: বঙ্গমাতার ইতিহাস ঘণ্টার পর ঘণ্টা বললেও শেষ হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতবার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ আলোচনা সভার আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কথা বললেন আমাদের সবার শ্রদ্ধেয় কবির চাচা (শেখ কবির হোসেন)।’
‘আগস্ট মাস, শোকের মাস। আমার পরিচিত একজন বললেন রাস্তায় এতো আর্মি কেন? কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কিছু সময় পরে শুনলাম মেজর ডালিম বলছে সেই ভয়ানক কথা। এর কিছুক্ষণ পরে দেখলাম আমার বাসার পিছনে রক্ষীবাহিনীর সদর দপ্তরের সামনে দুটি ট্যাঙ্ক। তিনি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে হবে’- কবির হোসেনকে উদ্ধৃত করে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বঙ্গবন্ধু কোনোদিন বিশ্বাস করেননি যে বাঙালিরা তাকে হত্যা করতে পারে। বিদেশে গেলেও আমাদের শুনতে হয়, তোমরা সেই জাতি, তোমরা তোমাদের জাতির পিতাকে হত্যা করেছ। বঙ্গবন্ধুর দুই মেয়ে বেঁচেছিলেন বলেই আমরা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে পারি। প্রধানমন্ত্রী দেশের প্রত্যন্ত অঞ্চলে গেলে মানুষ তাকে দেখতে আসেন। বলেন, শেখের বেটি এসেছেন।’
প্রধানমন্ত্রীকে ২১ বার হত্যার চেষ্টা করেছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে মনে পড়ে বঙ্গমাতার কথা। তিনি বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে সাহায্য করতেন। অনেক ইতিহাস বঙ্গমাতাকে নিয়ে, যা ঘণ্টার পর ঘণ্টা বললেও শেষ হবে না।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মুখ্য আলোচক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য শেখ কবির হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম।