মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শ্রীনগরে পশ্চিম নওপাড়া যুব সমাজের আয়োজনে লাখ টাকার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল খেলায় পাঁচলদিয়া নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। ইউবিএ যাত্রাবাড়ি ক্রিকেট ক্লাবকে ২ উইকেটে পরাজিত করে এই গৌরব অর্জন করে পাঁচলদিয়া নাইট রাইডার্স।
শুক্রবার (১ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবু। বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. হাবিবুর রহমান হাবুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু আনন্দ ও উৎসবমূখর পরিবেশে সুন্দরভাবে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার জন্য সংশ্লিষ্টজনদের ধন্যবাদ জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী মো.গোলাম মোস্তফা রিপন, হাজী মো. সিরাজুল ইসলাম সিরাজ, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, হাজী মতিউর রহমান মতি, বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী রুহুল আমিন, হাজী মোহাম্মদ লালচান হাওলাদার, আমজাদ হোসেন মিঠু,হাজী মো: জাকির হোসেন,হাজী এস এম ফারুক হোসেন, হাজী এসএম ইউসুফ আহমেদ ফিরোজ,মোঃ মাজেদ বেপারী, সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চ্যাম্পিয়ন টীমকে ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়া সকল খেলোয়ারের মাঝে মেডেলসহ অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। এ খেলার প্লিয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন চ্যাম্পিয়ন টীমের মামুন, একই টীমের ম্যান অব দ্যা সিরিজ হন শাহারিয়া কমল। উক্ত ক্রিকেট খেলা দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার দর্শক খেলার মাঠে ভিড় জমান।
পাঁচলদিয়া নাইট রাইডার্স টীমের ম্যানেজার মো. রনি জানান, টর্চে জিতে ব্যাট করতে মাঠে নামে ইউবিএ যাত্রাবাড়ি ক্রিকেট ক্লাব। ২০ ওভারের খেলায় ২১৮ রানের টার্গেট দেয়। এতে আমাদের ক্রিকেট টীম ২ উইকেটে চ্যাম্পিয়ন হয়।