
ঢাকা: নৌকা মার্কাই স্মার্ট বাংলাদেশ দেবে-ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিষেধাজ্ঞা কিংবা পতনের আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই উল্লেখ করে উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশকে এগিয়ে নেবার আহবান জানান বঙ্গবন্ধু কন্যা।
শনিবার (২ সেপ্টেমবর) রাজধানীর কাওলা প্রান্তে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন শেষে আগারগাঁওয়ের সুধী সমাবেশের মঞ্চে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
মাত্র ১০ মিনিটে সাড়ে ১১ কিলোমিটারের এই দীর্ঘ পথ নির্বিঘ্নে পাড়ি দিয়ে স্মার্ট বাংলাদেশের সাফল্যের মুকুটে যুক্ত করেন আরও একটি পালক।
মঞ্চে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নিরবচ্ছিন্ন উন্নয়নের নেপথ্যে জনগণের সমর্থন এবং সরকারের ধারাবাহিকতার কথাই তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সরকার পতনের আন্দোলন কিংবা নিষেধাজ্ঞা অগ্রযাত্রা দাবায়ে রাখতে পারবে না বলে জানান সরকার প্রধান। উজান ঠেলে তীরে নৌকা যেমন জনগণের কল্যাণে কাজ করেছে তেমনি গড়বে স্মার্ট বাংলাদেশ। আত্মবিশ্বাস নিয়ে নৌকায় আস্থা রাখার আহবান জানান বঙ্গবন্ধু কন্যা।