ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে ক্ষমতা ছাড়তেই হবে - ইশা

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৭:০০ অপরাহ্ন

banglahour

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, আওয়ামী লীগ গণমানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। কাজেই জনগণের প্রতি তাদে কোন দায়বদ্ধতা নেই। 

তিনি বলেন, বাংলাদেশে দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হয় নাই, হবেও না। সাংবিধানিক সঙ্কট তৈরি করেছে আওয়ামী লীগ, সংবিধান সংশোধন করে জাতিকে সঙ্কটমুক্তের দায়িত্বও ক্ষমতাসীন আওয়ামী লীগকেই নিতে। অনিবার্য সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে।


মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান ক্ষমতাসীনদের অধীনে হবে না, হতে দেয়া হবে না। সরকার সসম্মানে পদত্যাগ না করলে পদত্যাগে জনগণ বাধ্য করবে। গোটা জাতি আজ গণঅভ্যুত্থানের অপেক্ষায়। নতুন করে সঙ্কট তৈরি হোক এটি যেমন আমরা চাইনা, ঠিক তেমনি আমরা কোনো হায়েনা দস্যুদেরও ক্ষমতায় দেখতে চাই না।

আজ মাদারীপুরের কালকিনি সদরস্থ একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কালকিনি উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক (ফরিদপুর বিভাগ) সম্পাদক মাওলানা এসএম আজিজুল হক, যুবনেতা সেরনিয়াবাত আব্দুর রহমান আসলাম। 

কালকিনি উপজেলা শাখার সভাপতি ক্বারী মুহাম্মাদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং  সেক্রেটারী মুহাম্মাদ আলী আকবার শিকদার সার্বিক পরিচালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com