ঢাকা: আওয়ামী লীগ এত দেউলিয়া, এত নিঃস্ব হয়ে গেছে যে বাইডেনের সাথে একটা সেলফি তুলে এখন ঢোল পিটাচ্ছেন যে, ‘হ্যাঁ, আমরা জিতে গেছি’।
রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
ফখরুল বলেন, জেতাবে তো বাংলাদেশের মানুষ, ভোটের মাধ্যমে। সেই ভোটটা ঠিকমতো হওয়ার ব্যবস্থা করেন। তা না হলে কোনো সেলফিই রক্ষা করতে পারবে না।