
ঢাকা: ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতিতে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করবে ছাত্রলীগের দুই নেতা।
সোমবার (১১ সেপ্টেম্বর) ছাত্রলীগ পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করে। সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন
উল্লেখ্য শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকে নির্যাতন করেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ।
এ ঘটনার জেরে রবিবার (১০ সেপ্টেম্বর) এডিসি হারুনকে এপিবিএনে বদলি করা হয়েছে।