
ঢাকা: মামলা জট কমানো ও দূর্নীতি এই মুহূর্তে বিচার বিভাগের বড় চ্যালেঞ্জ বলে মন্ত্রব্য করেছেন নব নিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি এ কথা বলেন। এসময় প্রধান বিচারপতি দেশের সব মানুষের কাছে সহনশীল আচরণ প্রত্যাশা করেন।
দুর্নীতি কমানোর জন্য যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন যেসব ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে গণমাধ্যমকর্মৗদের সঙ্গেও কথা বলে ঠিক করব।