
লালমনিরহাট: অভিনব কায়দায় ট্রাকে বাদাম পরিবহনের আড়ালে বাদামের বস্তায় এবং ব্যক্তিগত গাড়িতে মাদক চোরাচালানকালীন লালমনিরহাট ও রংপুরে র্যাবের চেকপোষ্টে ১১৪৫ বোতল ফেন্সিডিল ও ৮০ কেজির অধিক গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার লালমনিরহাটের আদিতমারী এলাকায় মহাসড়কে টহল ও চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে উদ্ধার করা হয় ১১৪৫ বোতল ফেনসিডিল এবং জব্দ করা হয় মাদক বহনকারী একটি ট্রাক।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।