ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বিএনপি এক দফার দাবিতে থাকলে নির্বাচনী বাস মিস করবে- সালমান এফ রহমান

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৭ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৫:৩৩ অপরাহ্ন

banglahour

বিএনপি তাদের একদফার দাবি আদায় করতে ব্যর্থ হয়েছে কারন জনগন তাদের সাথে নেই- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ১৭৪- ঢাকা ০১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। তিনি বিএনপিকে এক দফার দাবি থেকে সরে এসে নির্বাচনী বাস ধরার পরামর্শ দেন৷

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার দোহার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোহার উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন৷

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে জনাব সালমান এফ রহমান তাঁর নির্বাচনী এলাকার (দোহার-নবাবগঞ্জ) নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন৷

বিএনপির একদফার আন্দোলন ব্যর্থ হয়েছে উল্লেখ করে সালমান এফ রহমান এমপি বলেন,  আপনারা যে আন্দোলন শুরু করেছেন সেটা কখনও সফল হবে না কারণ জনগণ আপনাদের সাথে নেই৷ তাই এসব বাদ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী বাস ধরার পরামর্শ দিয়েছেন জনাব সালমান এফ রহমান।

বি‌দেশীরা বর্তমান সরকার‌কে আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না, বিএনপি নেতাদের এই ধর‌নের মন্তব্যকে বিভ্রান্তিকর গুজব বলে আখ্যায়িত করে জনাব সালমান এফ রহমান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার 'ডিজিটাল  বাংলাদেশ' এর সুযোগ নিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ছড়াতেই ব্যস্ত। তাদের এসব গুজব থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি৷

সালমান এফ রহমান এমপি বলেন,আগামী নির্বাচন সং‌বিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে-ই হ‌বে, কেউ অংশগ্রহণ না কর‌লে নির্বাচন থে‌মে থাক‌বে না। বি‌দেশী‌দের একটাই চাওয়া তা হচ্ছে, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শা‌ন্তিপূর্ন হোক। তা‌দের চাওয়া এবং সরকা‌রের চাওয়া এক। স্বাধীন নির্বাচন কমিশনও অবাধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর৷

বিএনপি আন্দোলন করছে ফেসবুক ও ইউটিউবে। বংগবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে তাদের ষড়যন্ত্র ধূলিসাৎ হয়েছে।

এই সময় তি‌নি নেতাকর্মী‌দের উ‌দ্দে‌শ্যে  ব‌লেন, ' আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চাওয়া ছাড়াও নিরপেক্ষ ও বিরোধীদের কাছে যেয়েও ভোট চাইতে হবে। ভোট দেয়ার যেমন স্বাধীনতা আছে,তেমনি ভোট চাওয়ারও স্বাধীনতা আছে। উন্নয়নের নানা চিত্র সবার কা‌ছে তুলে ধরে নৌকার জন‌্য ভোট চাওয়ার নি‌র্দেশ দেন তিনি।'

বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে এবং দলমত নির্বিশেষে সব ভোটারদের কাছে যেতে পারলে নৌকার জয় সুনিশ্চিত জানিয়ে আগামী নির্বাচনে করণীয় সম্পর্কে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন জনাব সালমান এফ রহমান।

বিগত ১৫ বছরে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে জনাব সালমান এফ রহমান বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুৎ পৌছে দিয়েছে৷ দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়ার পথে ধাবমান। তাই সময়ের সাথে সাথে আমাদেরকেও এগিয়ে যেতে হবে৷

নারীদের জন্য সরকারের বিদ্যমান সুযোগ- সুবিধা সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য উপস্থিত নেতাকর্মীদের অনুরোধ করেন দোহার উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেত্রীবৃন্দ। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার রোল মডেল, এমন ভাষ্য উঠে আসে দোহারের নারী নেত্রীদের কথায়। এছাড়া, ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে তৃনমূলের নারীদের জন্য বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম ও চিকিৎসাসেবা তুলে ধরার আহ্বান জানান তারা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com