ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

উপনির্বাচনের নামে রাষ্ট্রীয় অর্থ তসরুফের কোনো প্রয়োজন নেই

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৭ মাস আগে) ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ৬:০৪ অপরাহ্ন

banglahour

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, উপনির্বাচনের নামে রাষ্ট্রীয় অর্থ তসরুফের কোনো প্রয়োজন নেই। দেশে কোনো নির্বাচন হয় না। নির্বাচনের নামে জনগণের সাথে তামাশা চলছে। প্রধানমন্ত্রীর সিলেক্টেড ব্যক্তিদের নামে গেজেট প্রকাশ করে দিলেই হয়। অযথা নির্বাচনের নামে প্রহসন করার কোনো মানে হয় না।

৪ অক্টোবর বুধবার বিকেল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আগামি ৭ অক্টোবর শনিবারের সমাবেশ সফল করার লক্ষে নগর দক্ষিণ মিডিয়া সেলের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হওয়ার ন্যূনতম সম্ভাবনাও নেই। সরকার টোটাল নির্বাচনী ব্যবস্থাকে একটা সার্কাসে পরিণত করেছে। জনগণ এখন আর কোনো সার্কাস দেখতে চায় না।

এতে আরও বক্তব্য রাখেন, নগর দক্ষিণ সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, কেএম শরীআতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, মুফতি আবদুল আহাদ, মুহাম্মদ  নাজিমুদ্দীন, ইউসুফ পিয়াস, তাসরিফ আহমাদ প্রমুখ।

নেতৃবৃন্দ আগামি ৭ অক্টোবর শনিবার দুপুর ২টায় পুরানা পল্টনস্থ কালভার্ট রোডের সমাবেশ সফল করার জন্যে নগরবাসীর প্রতি আহ্বান জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com