ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

সরকার শিক্ষকদের আশাহত করেছে

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৭ মাস আগে) ৭ অক্টোবর ২০২৩, শনিবার, ১০:৩৭ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: ইসলামীআন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় শিক্ষক ফোরাম এর উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষায় বিরাজমান বৈষম্য নিরসনের কোন ঘোষণা না দিয়ে সরকার সাড়ে পাঁচ লাখ এমপিওভুক্ত  শিক্ষক-কর্মচারীর সাথে প্রতারণা করেছে। এতে শিক্ষক সমাজ খুবই আশাহত হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবে দীর্ঘদিন দাবী আদায়ের লক্ষে আবস্থান করলেও তাদের আশ্বস্ত করে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠানো হয়েছিল। শিক্ষকরা সরকারের আয়োজনে পালিত বিশ্ব শিক্ষক দিবস এর অপেক্ষায় আশায় বুক বেঁধে ছিলেন। অথচ সরকার শিক্ষক সমাজকে বৃদ্ধাঙ্গুলী দেখাল।

শুক্রবার সকাল ১০ টায় জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগরীর উদ্যোগে ‘বিশ্ব শিক্ষক দিবস ও শিক্ষক সমাজের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা এবিএম জাকারিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারী মুফতী আমীর হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, প্রধান বক্তা ছিলেন, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান। বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর, ঢাকা মহানগর উত্তর সভাপতি উপাধ্যক্ষ মাওলানা নেসার উদ্দিন, কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক ড. মাসুম রব্বানী আল আজহারীসহ বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ।

মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, শিক্ষক জাতি গড়ার  কারিগর হলেও বাংলাদেশে শিক্ষকদের মর্যাদা তলানীতে।  সামাজিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় শিক্ষকরা সবচেয়ে অবহেলিত।শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে বিশ্ব শিক্ষক দিবসকে সামনে রেখে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করুন।
প্রধান বক্তার বক্তব্যে সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান বলেন, বারবার কারিকুলাম না বদলিয়ে শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি আগে দূর করুন তারপর শিক্ষকদের সাথে পরামর্শ করে কারিকুলাম নির্ধারণ করুন নইলে বারবার কারিকুলাম পরিবর্তন করেও সমস্যা দূর হবে না।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com