ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

মিস ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে জাপান যাচ্ছেন অনন্যা

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ৮ অক্টোবর ২০২৩, রবিবার, ১১:৪৯ পূর্বাহ্ন

banglahour

মডেল ফারজানা ইয়াসমিন অনন্যা

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৩’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রতিশ্রুতিশীল ফ্যাশন মডেল ফারজানা ইয়াসমিন অনন্যা। দিন কয়েক আগেই রাজধানীর লেকশোর হোটেল অনুষ্ঠিত চূড়ান্ত আঞ্চলিক প্রতিযোগিতায় ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৩’-এর মুকুট উঠেছে তার মাথায়।

জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ইন্টারন্যাশনাল’-এর গ্র্যান্ড ফিনালে। এই বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতার ৬১তম আসর বসতে যাচ্ছে এবার। তাতে বিভিন্ন দেশের রূপসীদের বিপক্ষে লড়বেন অনন্যা।

প্রতিযোগিতার অফিশিয়াল ওয়েবসাইটে অন্যান্য প্রতিযোগীর পাশাপাশি অনন্যার ছবি ও তথ্য ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে।

এর আগে বাংলাদেশ থেকে কেউ ‘মিস ইন্টারন্যাশনাল’-এ প্রতিদ্বন্দ্বিতা করেননি। উচ্ছ্বসিত অনন্যা জানান, গ্র্যান্ড ফিনালেতে অংশ নিতে ৯ অক্টোবর সোমবার জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি।

২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এ অংশগ্রহণের মাধ্যমে মডেলিং দুনিয়ায় যাত্রা শুরু অনন্যার। হয়েছিলেন প্রথম রানার আপ। বেশ কয়েকটি নামি ব্র্যান্ডের মডেল হিসেবে তিনি কাজ করেছেন। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ‘মিস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন কোনো প্রতিযোগী। 

আর তিনিই হলেন অনন্যা, যিনি এই প্রতিযোগিতায় অংশ নেয়ার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-নারী বিষয়ক সম্পাদক।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com