
ঢাকা: ইসরায়েল-ফিলিস্তন সংঘাতে বাংলাদেশ সব পক্ষকে বাড়তি ও নির্বিচারে শক্তিপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানায়। বাংলাদেশ মনে করে, আলোচনা ও কূটনীতিই ইসরায়েল-ফিলিস্তন সংঘাতের টেকসই সমাধান আনতে পারে।
রবিবার (৮ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সংঘাত-সহিংসতায় কোনো পক্ষেরই লাভ নেই। বাংলাদেশ ইসরায়েলি ও ফিলিস্তিনি দুই পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আরো প্রাণহানি এড়াতে অনতিবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানায়।
বাংলাদেশ মনে করে, ইসরায়েলি দখলদারিত্বের মধ্যে বসবাস এবং ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক বসতিস্থাপন ওই অঞ্চলে শান্তি আনবে না।