ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বিএনপিকে হার মেনেই নির্বাচনে আসতে হবে- সালমান এফ রহমান

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ২২ অক্টোবর ২০২৩, রবিবার, ১০:৪৯ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না। বিএনপিকে হার মেনেই নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি৷ তিনি বলেন, বিএনপি নেতারা যা বলছেন সব ভুয়া। তাদের ভুয়া ডেডলাইনে কোনো কাজ হবে না। নির্বাচন সময়মত হয়ে।

শনিবার (২১ অক্টোবরে) ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া  কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জনগণের ভোটের মাধ্যমেই বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। যদি জনগণ তাদেরকে ভোট দেয় তারা ক্ষমতায় আসবে। অন্যথায় কোনো অসদুপায়ে ক্ষমতায় আসার সুযোগ নেই।

তিনি বলেন, গতবছর ১০ ডিসেম্বর বিএনপি ডেডলাইন দিয়েছিল শেখ হাসিনা সরকার থাকবে না। কোনো কাজ হয়েছে। এবারও তাদের কোন ডেডলাইন  কোনো কাজ হবে না। তারা নমনীয় হয়ে গেছে। ইতিমধ্যে বলতে শুরু হয়ে গেছে ফাঁকা মাঠে নাকি আওয়ামী লীগকে গোল দিতে দিবে না। দেখবেন শেষ পর্যন্ত বিএনপিকে হার মেনেই নির্বাচনে আসতে হবে এবং শেখ হাসিনার অধিনেই নির্বাচনে আসবে।

সালমান এফ রহমান বলেন, বিএনপি একটি স্বার্থবাদীদল। ফিলিস্তিনিদেরকে যেভাবে হত্যা করছে বাচ্চারাও রেহাই পাচ্ছে না। এ ব্যাপারে বিএনপি একটা কথাও বলে নাই। কারণ তারা কথা বললে আমেরিকা তাদের প্রতি অসন্তুষ্ট হবে। এই ভয়ে তারা কোনো কথা বলছে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন,  ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হত্যার প্রতিবাদে আমরা শোক দিবস পালন করছি। প্রধানমন্ত্রী শেখ হসিনাসহ বিশ্বের অনেক দেশ নিন্দা জানিয়েছেন। এ ব্যাপারে বিএনপি একটা কথাও বলে নাই।

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানাতে গিয়ে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের লোকদের সাথে যেভাবে ভালো সম্পর্ক রাখছেন এটা বিএনপি নষ্ট করতে পারে৷ তাই আপনারা সতর্ক থাকবেন, পুলিশও সতর্ক আছে৷ এমন কাউকে দেখলে পুলিশকে ধরিয়ে দেবেন৷

দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারো সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com