ঢাকা, ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

অবরোধের দ্বিতীয় দিন

রাজধানীতে যান চলাচল বেড়েছে

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(৫ মাস আগে) ৯ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১২:৩৪ অপরাহ্ন

banglahour

ঢাকা: রাজধানীর সড়ক -মহাসড়ক ও মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নগরজুড়ে বেড়েছে যানবাহন। একইসঙ্গে সড়কে বের হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা ৪৮ ঘন্টার ডাকা অবরোধের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার প্রথম দিনের তুলনায় যান চলাচল অনেক বেড়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকে সরেজমিনে রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ী, সাইনবোর্ড, শনির আখড়া, মাতুয়াইল, রায়েরবাগ,শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলামোটর, নয়াপল্টন,প্রেসক্লাব,মগবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। সাইনবোর্ড থেকে ফার্মগেইটের যাত্রী আবুল কালাম জানান, গতকালের তুলনায় আজ সড়কে গণপরিবহন, ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনের সংখ্যা বেড়েছে। একইকথা বলেছেন রাসেল ভূইয়া নামে একজন ব্যাংক কর্মকর্তা। 

তিনি মতিঝিল ডাচবাংলা ব্যাংকে কর্মরত। এদিকে যাত্রাবাড়ী ও সায়েদাবাদসহ কয়েকটি বাসস্টপেজে কিছু যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। নগরের মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তাদের পাশাপাশি চেয়ার নিয়ে বসে আড্ডা দিচ্ছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। শেওড়াপাড়ায় কথা হয় সিএনজিচালিত অটোরিকশাচালক রবিন হোসেনের সঙ্গে। তিনি বলেন, শনিবার দৌড়ানি খাইছি। সেই ঘটনার পর আতঙ্কে ছিলাম যে কী হয়। এরপর কয়েকদিন বের হই নাই। 

কিন্তু গতকালের পরিস্থিতি শান্ত দেখে আজ অটোরিকশা নিয়ে বের হয়েছি। যাত্রাবাড়ী মোড়ে বাসের অপেক্ষায় থাকা মাজহারুল হক বলেন, আজ পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে। একের পর এক বাস আসছে। তবে এখনো জনমনে কিছুটা শঙ্কা আছে। কী হতে পারে তা বলা মুশকিল।' মিরপুর রুটের শিখর পরিবহনের একটি বাসের চালক কামাল হোসেন বলেন,আমি যদি গাড়ি না চালাই, তাহলে কীভাবে জীবিকা নির্বাহ করব? কিছুটা ভয় করছে। কিন্তু তারপরও বের হয়েছি। সড়কে পুলিশ ও ট্রাফিক পুলিশ আছে। তবে খুব বেশি যাত্রী নেই। পরিবারের মুখে দু'বেলা দুমুঠো ভাত দিতে হবে তো। যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বরত এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি রোধে আমরা সতর্ক অবস্থায় রয়েছি। 

তবে আজ বৃহস্পতিবার সবচেয়ে বেশি যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যাত্রাবাড়ী মোড়ে সকালেই হালকা যানজট দেখা যায়। সেখানে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কনস্টেবল জাহাঙ্গীর বলেন, এখন অনেক বেশি যানবাহন আছে। সিগন্যাল দেওয়া দরকার, অন্যথায় যানজট বাড়তে পারে। একই অবস্থা রাজধানীর জয়কালী মোড়ে। প্রায় ৩ শতাধিক পাস্টিকের চেয়ার পেতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে অবস্থান নিয়েছেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন। 

মাঝে মাঝে অবরোধ বিরোধী স্লোগান দিয়ে নেতাকর্মীদের গরম রাখতে দেখা গেছে। চৌধুরী আশিকুর রহমান লাভলু বলেন, আমরা প্রতিদিনের মতো আজকেও শান্তিপূর্ন অবস্থান নিয়েছি। মূলত ওয়ারী এলাকায় বিএনপি ও জামায়াত যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে,সেই জন্যই আমাদের অবস্থান। যাত্রাবাড়ী চৌরাস্তায় ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু'র সমর্থকরা প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার ও ভোর থেকে সর্তক অবস্থান নিয়েছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন ৪৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান রবিন। তিনি বলেন, যাত্রাবাড়ী হচ্ছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। এখানে যাতে কেউ কোনো ধরনের নাশকতা -নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই জন্য ভোর থেকে কাজী মনিরুল ইসলাম মনু ভাইয়ের নির্দেশে আমরা মাঠে আছি এবং থাকবো।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com