ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বিচ্ছিন্ন ৫ লাখ ইন্টারনেট ব্যবহারকারী, কাঠগড়ায় ফাইবার অ্যাটহোম

মতামত | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৭ নভেম্বর ২০২২, সোমবার, ৯:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: এনটিটিএন প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের কোপের মুখে সোমবার (৭ নভেম্বর) হঠাৎই ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দেশের ৫ লাখ প্রান্তিক ইন্টারনেট ব্যবহারকারী। 

পূর্ব নোটিশ ছাড়াই দেশের শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি লিমিটেডের ব্যান্ডউইথ ক্যাপিং করায় এই দুর্ভোগের কারণ বলে জানা গেছে। আর এ ধরণের পদক্ষেপ জরুরি পরিষেবা বাধা না দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

ফাইবার অ্যাট হোম লিমিটেড সাম্প্রতিক সময়ের এ ধরণের আচরণকে ‘নীল কর’ সংগ্রাহকদের মতো বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের বক্তব্যরা, তারা ইচ্ছে মতো যা খুশী তাই করে চলছে। ইন্টারনেট প্রবাহকে বেআইনি ভাবে বাধাগ্রস্ত করে অপারেটরটি দেশের অগ্রগতিকে ব্যহত করছে বলেই মনে করছেন আইসিসি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

তিনি জানিয়েছেন, যদিও, আইসিসি কমিউনিকেশন এনটিটিএন, আইআইজি এবং আইটিসি পরিষেবার জন্য ফাইবার অ্যাট হোম লিমিটেড এবং ফাইবার অ্যাট হোম গ্লোবাল লিমিটেডকে ২৫০ কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছে। কিন্তু তারপরও প্রতিষ্ঠানটি লেভেল প্লেয়িং পরিষেবার নিশ্চয়তা দিতে নারাজ এবং প্রতি মাসে তারা ইচ্ছাকৃতভাবে আইসিসি’র গ্রাহকদের দখলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করছে। 

শুধু তাই নয়, ফাইবার অ্যাট হোম আইসিসি’র কর্মীদের তাদের প্রতিষ্ঠানে যোগদানের জন্য প্রলুব্ধ করে অন্যথায় পরিষেবা ব্যাহত করার হুমকি দেয় যা তারা নিয়মিত করছে। গত ৬ মাস ধরে, তারা আমাদের অব্যবহৃত ডেটা আপগ্রেড, ডাউনগ্রেড এবং পরিবহনের সময়ও ট্র্যান্সমিশন ক্যাপাসিটি বাধাগ্রস্ত করে জোরজবরদস্তির মতো চার্জ আদায় করছে। 

ওই সময়ে আমাদের সব ধরনের আপগ্রেড ও ডাউনগ্রেড ব্লক করে ট্রান্সমিশন স্থগিত করে। অথচ ইনভয়েসে অতিরিক্ত টাকা দাবি করে। এর ফলে কেবল চলতি বছরেই আমাদের ১০ কোটিরও বেশি টাকার ব্যবসায় ক্ষতি হয়েছে।

মতামত থেকে আরও পড়ুন

banglahour
দ্বাদশ সংসদ নির্বাচন
নভেম্বরে তফসিল, জানুয়ারিতে ভোট

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com