
মুন্সীগঞ্জ: প্রাথমিক শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ,কুকুটিয়া ইউনিয়নের ৪৭নং পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শিক্ষা কার্যক্রম এর শুভ উদ্বোধন হয়ে গেল।

মঙ্গলবার দুপুর ১২ টায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মঞ্জু দেওয়ান, সহকারী শিক্ষা অফিসার সিতারা সুলতানা, সহকারী শিক্ষা অফিসার শঙ্কর গোস্বামী।শ্রীনগর থানা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমজাদ হোসেন, বাড়িগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর সভাপতি হাজী মোহাম্মদ রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ ফারুক, হাজী আমির হোসেন শেখ, হাজী আকরাম মোল্লা, মোঃ মহসিন আল মাসুম, ২ নং ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোহাম্মদ হাবিবুর রহমান হাবু, সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন মিঠু অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোরশেদা পারভীন, সহকারী শিক্ষিকা ও শিক্ষকগণ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং গ্রামের গণ্যমান্য মুরুব্বিবর্গ উপস্থিত ছিলেন।